আগামী ২৭ ডিসেম্বর ৫৯ বছরে পা রাখবেন সালমান খান। জন্মদিনেই ভক্তদের সারপ্রাইজ দিতে চলেছেন তিনি। অভিনেতাকে সর্বশেষ দেখা গেছে ‘টাইগার থ্রি’ ছবিতে কিন্তু ছবিটি ভক্তদের প্রত্যাশা তেমন পূরণ করতে পারেনি। গত ঈদে তিনি তার আসন্ন ছবি ‘সিকান্দার'-এর ঘোষণা দিয়েছিলেন। এরপর থেকেই তার ছবির জন্যে উতলা হয়ে রয়েছেন ভক্তরা।
ছবিটি পরিচালনা করছেন গজনী পরিচালক এ.আর. মুরুগাদোস। এটিই তার প্রথম কোলাবোরেশন। ছবির শুটিং শেষ করেছেন সালমান কিন্তু ছবির শিরোনাম ঘোষণার পর থেকেই ভক্তরা জানতে চাইছেন, ছবিতে সুপারস্টারের ভূমিকা কী হবে?