Ticker

6/recent/ticker-posts

Ad Code

ফরিদপুরে পরকীয়ার জেরে হত্যার ঘটনায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

 


ফরিদপুরে এক গৃহবধূকে (৩০) হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি ওবায়দুর মোল্লাকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে সদরপুর উপজেলার একটি গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করে বোয়ালমারী থানার পুলিশ। আজ বুধবার দুপুরে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ওই আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বোয়ালমারী থানার পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার সময় নিহত ওই গৃহবধূর স্বামী প্রবাসে থাকতেন। ২০১৯ সালের ১৫ মার্চ বাড়ির পাশের গমখেত থেকে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় তাঁর লাশ উদ্ধার করে পুলিশ। এর পরদিন ওই গৃহবধূর ভাই রবিউল মোল্লা বাদী হয়ে বোয়ালমারী থানায় একই গ্রামের স্বজন ওবায়দুর মোল্লাকে আসামি করে একটি হত্যা মামলা করেন। ওই মামলায় চলতি বছরের ২৪ মার্চ অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মো. শিহাবুল ইসলাম ওবায়দুর মোল্লাকে মৃত্যুদণ্ডের রায় দেন। রায় ঘোষণার সময় থেকে ওবায়দুর মোল্লা পলাতক ছিলেন।

আসামিকে গ্রেপ্তার অভিযানে নেতৃত্ব দেওয়া বোয়ালমারী থানার উপপরিদর্শক (এসআই) আবদুল লতিফ মণ্ডল জানান, হত্যাকাণ্ডের পর থেকে ৫ বছর পালিয়ে ছিলেন ওবায়দুর। গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে গতকাল দিবাগত রাত ১টার দিকে ওবায়দুরকে সদরপুর থানার পুলিশের সহায়তায় সদরপুর থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

মামলার সংক্ষিপ্ত বিবরণ সূত্রে জানা যায়, নিহত গৃহবধূর স্বামী প্রবাসে থাকায় ওবায়দুরের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে প্রেমের সম্পর্ক ফাটল ধরার জেরে ২০১৯ সালের ১৫ মার্চ ওই গৃহবধূকে হত্যা করে বাড়ির পাশের গমখেতে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় লাশ ফেলে রেখে পালিয়ে যান ওবায়দুর।

বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রসূল বলেন, ওবায়দুরকে গ্রেপ্তারের পর আজ আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠিয়ে দেওয়া হয়েছে।